updet

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এন্ড্রয়েড মোবাইল থেকে যেভাবে খুব সহজে জিমেইল একাউন্ট তৈরি করার সঠিক পদ্ধতি ।

 আসসালামু আলাইকুম,

আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে, খুব সহজে একটি জিমেইল একাউন্ট তৈরি করা সঠিক পদ্ধতি। প্রথমে আপনি আপনার মোবাইলের জিমেইল একাউন্টে যাবেন।


এখন জিমেইল এ ক্লিক করলে একটি নিউ পেজ আসবে।


নতুন পেজে আসার পরে got it  এ ক্লিক করতে হবে। তারপর

Add am Email address এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন আরেকটি পেজে নিয়ে যাবে।


    এই নতুন পেজে আসার পর google সিলেক্ট করতে হবে এবং নতুন আরেকটি পেজে নিয়ে যাবে।


এখানে থেকে create account এ ক্লিক করতে হবে। তারপর আবার নতুন পেজে নিয়ে যাবে এবং আপনার জিমেইলের নাম সেট করতে হবে। নাম সেট করার পর আপনার জন্মদিন কত তারিখ, কত মাস,  কত সাল,  তা সেট করে আপনি পুরুষ/মহিলা সেট করতে হব এবং পরে ক্লিক করতে হবে।     


     

শক্তিশালি পাসওয়ার্ড দিতে বলবে।অবশ্যই  আট সংখ্যার দিতে হবে। যেমনঃ- প্রথমে বড় হাতের,তারপর ছোট হাতের এবং ১২৩৪ নিজের ইচ্ছে মত দিতে হবে।next এ ক্লিক করতে হবে।         

     

এখন দেখতে পাারবেন যে আপনার জিমেইল এ আপনার একাউন্ট যোগ হয়ে গেছে। 

      এখন আপনাকে আপনার জিমেইল এর উপর ক্লিক আপনাকে  স্বাগতম জানাবে এবং আপনার জিমেইল একাউন্ট তৈরি করা সম্পুর্ণ  হয়ে গেল।   

সুবিধাঃ- 
(১)বার্তা আদান প্রদানের কাজে ব্যাবহৃত হয়ে থাকে। 
(২)Google  এ একাউন্ট করতে জিমেইল এর প্রয়োজন হয়। 
(৩) play store একাউন্ট করতে জিমেইল নাম্বার এর প্রয়োজন হয়। 
(৪)যে কোন সাইটে একাউন্ট করতে জিমেইল নাম্বার এর প্রয়োজন হয়। এবং আশা করি জিমেইল একাউন্ট তৈরি করতে আপনাদের কারো কোন সমস্যা হবে না। ভাল থাকবেন সবাই।আল্লাহ হাফেজ। 


আমার লেখাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করুন।


Post a Comment

2 Comments